প্রকাশিত: Fri, May 26, 2023 4:38 PM
আপডেট: Fri, May 9, 2025 2:37 PM

খাগড়াছড়িতে আব্দুল্লাহ আল নোমানের গাড়িবহরে হামলা

এমদাদ খান : শুক্রবার  বেলা সাড়ে ১১ টার দিকে হামলার এ ঘটনাটি ঘটে। এসময় খাগড়াছড়ি কলেজ সড়কে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে হামলাটি হয়। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে বহনকারী গাড়ি ছাড়াও বহরে থাকা বেশকিছু গাড়ি ভাঙচুর করা হয়।

এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় গাড়ি বহরটি খাগড়াছড়ি শহরের দিকে প্রবেশের সময় রাস্তার দু’পাশ থেকে ইট পাটকেল ছোঁড়ার পাশাপাশি লাঠিসোঠা দিয়ে নোমান সহ অন্যান্যদের বহন করা গাড়িতে হামলা চালানো হয়।

আব্দুল্লাহ আল নোমান জানান, ১০ দফা দাবি বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি জেলায় পূর্বঘোষিত জনসমাবেশে আসার পথে সরকার দলের এমন হামলার ঘটনায় প্রমাণ করে সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে। দেউলিয়া হয়ে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে আওয়ামী লীগ সরকার।

এদিকে হামলার পর খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এ ঘটনায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ এনে পুলিশের ব্যর্থতাকে দায়ি করেন।

উল্লেখ্য, ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার ঢাকাসহ ৯ বিভাগের ১৭ জেলায় জনসমাবেশ করছে বিএনপি। সম্পাদনা: জাফর খান